যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা এবং ইংরাজী সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে লেখিকা তন্দ্রা বন্দোপাধ্যায়ের। আজ প্রায় চার দশকের বেশী সময় ধরে তিনি অ্যামেরিকাবাসী। তন্দ্রার পেশা গ্রাফিক ডিজাইনিং এবং নেশা সাহিত্য। তন্দ্রার সাবলীল গল্পকথন, নির্মোহ চরিত্র নির্মান এবং গভীর জীবনবোধ মিলে তন্দ্রার গল্পগুলিকে অন্য উচ্চতায় নিয়ে যায়। তন্দ্রার লেখনী শরদিন্দু বন্দোপাধ্যায় মানে তন্দ্রার ‘লেখকদাদু’র ঊজ্জ্বল উত্তরাধিকার সার্থকভাবে বহন করে চলেছে।
Showing all 2 results