রেবন্ত গোস্বামী। জন্ম ৩১ জুলাই, ১৯৩৬, বর্তমান বাংলাদেশের আমলাসদরপুর গ্রামে। বিজ্ঞানে স্নাতক। দীর্ঘকাল কেন্দ্রীয় সরকারের বিদেশ সঞ্চার নিগমের উচ্চপদে চাকরি করে অবসরপ্রাপ্ত। মূলত ছোটদের লেখক। লেখালিখি শুরু করেন ‘সন্দেশ’ পত্রিকায়। কবিতা-ছড়া-প্রবন্ধ থেকে শুরু করে গল্প-উপন্যাসেও সমান স্বচ্ছন্দ। নানান রস ও স্বাদের অজস্র গল্প-কাহিনি লিখেছেন। ‘সন্দেশ’ ছাড়াও ‘শুকতারা’, ‘কিশোর ভারতী’ ও ‘আনন্দমেলা’ পত্রিকায় অনেক গল্প। উপন্যাস ও কবিতা প্রকাশিত হয়েছে। প্রথম উপন্যাস ‘অরুমিতুদের কথা’, ‘সন্দেশ’ পত্রিকায় বৈশাখ–অগ্রহায়ণ ১৩৭৬ (১৯৬৯) সংখ্যায় ধারাবাহিক প্রকাশিত হয়। পুস্তকাকারে প্রকাশিত গ্রন্থ ‘কচিপাতার রং’, ১৩৮৩ (১৯৭৬)। এছাড়াও এযাবৎ প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য: বাবলা ফুলের গন্ধে, বৃশ্চিক গ্রাস এবং সাহেববাড়ির গুপ্তধন। ‘অরুমিতুদের কথা’ উপন্যাসটিকে বছরের সেরা শিশুসাহিত্যের স্বীকৃতি দিয়েছিল তৎকালীন শিশুসাহিত্য পরিষদ।

Showing all 4 results

Shopping cart

0

No products in the cart.