Description
বাংলার লোকগানের তত্ত্বকথা, বৈচিত্র্য ও অসামান্য সুষমা নিয়ে গল্প, উপন্যাস ও প্রবন্ধের বহুতর বই রয়েছে। তবে সেই সাহিত্যসম্ভারে যে জায়গাটায় বিস্তারিত অনুসন্ধানের খানিকটা অভাব লক্ষ করা যায় তা হল, আধুনিক সমাজের মূলস্রোতের সঙ্গে তার আদানপ্রদান, সংযোগ ও তার বিবিধ ফলাফল নিয়ে আলোচনা। মূলধারার সংস্কৃতি, অর্থনীতি ও জীবনবোধের সঙ্গে বিভিন্ন ঘাত-প্রতিঘাতে কীভাবে আন্দোলিত হচ্ছে, বদলে যাচ্ছে, কখনও বা হারিয়েও যাচ্ছে আমাদের সংস্কৃতির এই ধারাটি— তার মূল্যায়ন দ্রুত হওয়া প্রয়োজন, প্রয়োজন এই সংস্কৃতিকে সুষ্ঠুভাবে ধরে রাখার জন্যই।
এই গ্রন্থে একত্র করা একটি উপন্যাসিকা ও চারটি গল্পে আলো ফেলা হয়েছে এই সংস্কৃতির প্রবাহের সেই স্বল্পচর্চিত এলাকাটিতে। লেখকের ভূমিকা এখানে মূলত আলোটুকুই ফেলা, তার বিদগ্ধ আলোচনা নয়। ফলস্বরূপ উঠে এসেছে কিছু হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনি, যাদের মূলসুরটিতে ট্র্যাজেডির বহুতর রং খেলে যায়।
Reviews
There are no reviews yet.