Description
আজীবন মানুষ যে স্বপ্ন লালন করে বা যে আদর্শে চলবে বলে প্রতিজ্ঞাবদ্ধ থাকে, কী হবে যদি একদিন সে আবিষ্কার করে, আজীবন দেখে চলা স্বপ্নটা আসলে মরীচিকা ছাড়া কিছুই ছিল না। অথবা যে আদর্শকে আঁকড়ে ধরে পথ চলবে ভেবেছিল, সেটাতে টিঁকে থাকা একটা কঠিন লড়াই! কী করবে তখন মানুষটা! মরীচিকার পেছনেই ছুটবে নাকি পাল্টে ফেলবে নিজেকে!
জীবনটা প্রতি মুহূর্তের টিকে থাকার লড়াই। কখনও নিজের আদর্শে টিকে থাকা , কখনও স্বপ্ন বাস্তব করার পথে টিকে থাকা। লড়াইটা খুবই কঠিন। সবচেয়ে কঠিন হয় , যখন লড়াইটা নিজের সাথেই হয় ।
‘মরীচিকা’ উপন্যাসের প্রতিটি চরিত্র এক একটা স্বপ্ন লালন করে। লড়াই করে স্বপ্ন পূরণের জন্য।কখনও লড়াই করে নিজের সাথে করা প্রতিজ্ঞা রক্ষার জন্য।যখন স্বপ্ন আর বাস্তব ভিন্ন কথা বলে, নড়বড়ে হয়ে যায় প্রতিজ্ঞা, বাধে মন আর মস্তিস্কের সংঘাত। মস্তিস্ক আর মন বিপরীত মুখে চলে, লড়াইটা তখনই সবচেয়ে কঠিন।কখনও জিতে যায় তারা , কখনও গো হারান হারে।
তমাল , সায়ন্তনী , বিতান , কঙ্কনা , অনুশ্রী , তনয় , পলি, এরা স্বপ্নকে হাতের মুঠোয় ধরতে ছুটে চলে। যদিও জানে না আদৌ ছুঁতে পারবে নাকি ইপ্সিত বস্তু কেবলই দূরে সরে সরে যাবে , এবং শেষে মিলিয়ে যাবে মরীচিকার মত।তাদের স্বপ্ন পূরণের আনন্দ কিংবা স্বপ্ন ভঙ্গের বেদনা ছুঁয়ে যাবে পাঠকদেরও। কারণ সবশেষে সবাই তো ওই একই পথের যাত্রী , যে পথের শেষে তৃষ্ণার্ত মানুষ খুঁজে পায় মরুদ্যান অথবা মরীচিকার মত মিলিয়ে যায় মিলিয়ে যায় সবকিছু।
Reviews
There are no reviews yet.