Description
পাল বংশের সূর্য প্রায় অস্তমিত, নিভে যাওয়ার পূর্বে হঠাৎ উজ্জ্বল হয়ে জ্বলতে থাকা আলোকশিখার ন্যায় রামপালের সময়কাল। বজ্রযানে অনুপ্রবেশ ঘটেছে অনাচার, সিদ্ধাচার্যদের সাধনক্রিয়ার সমান্তরালে বেড়ে চলেছে অনাচারীদের কামাচার। সেই সময়কালীন রাজপরিবারের একটি ঘটনা, যা মহারাজ রামপালকে দাঁড় করিয়ে দিয়েছিল এক টানাপোড়েনে, তাঁকে বেছে নিতে হত হয় পুত্র নতুবা ‘রাজধর্ম ‘।
জিজামাতা
স্বামীপরিত্যক্তা, শিবাজীমাতা জিজাবাঈের ত্যাগ তিতিক্ষার কথা বহু আলোচিত। মা জিজাবাঈয়ের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, সাহস চারিত্রিক দৃঢ়তা এবং সিদ্ধান্ত গ্রহনের বলিষ্ঠতা নির্ধারণ করে দেয় পুত্র শিবাজীর ভবিষ্যৎ। শিবাজীর শিবাজীরাজ এবং জিজাবাঈ এর রাজমাতা হয়ে ওঠার রোমাঞ্চকর কাহিনী ‘জিজামাতা’।
কালচক্র
ভারতবর্ষের উত্তরাংশ তুর্কী আফগান দ্বারা বিজিত হলেও দীর্ঘকাল বাঙালী সেনানী পূর্বাংশে দুর্দম পরাক্রমে রুখে ছিল বিদেশী তুর্কী আফগানদের। বক্তিয়ার খলজী পরবর্তী সময়কালেও পাল বংশ বাংলা শাসন করেছে। তবে ক্ষমতার লোভ কালনাগের বিষের ন্যায় ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল বাংলার শাসনতন্ত্রে। এক তিব্বতি পর্যটক ভিক্ষু ধর্মস্বামীর বিবরণ থেকে জানা যায় কী ভাবে অকুতভয় বাংলার বীর সন্তানেরা দমন করেছিল তুর্কী আফগান পঙ্গপালের আক্রমণ, কিভাবে রক্ষা পেয়েছিল জ্ঞানের আলয় নালন্দা। ঘটনার ঘনঘটা, ষড়যন্ত্র, সর্বোপরি নির্ভীক সেনানীর পরাক্রমের কাহিনী ‘কালচক্র’।
সিংহশাবক
বর্গীহানা, বাংলার বুকে ঘটা এক মারণযজ্ঞ। বাংলার প্রত্যন্ত অরণাঞ্চল মেদিনীপুর ঊড়িষ্যার সীমান্তে দুই ভাই রাম ও লক্ষ্মণের নেতৃত্বে আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের সাধারণ মানুষের একত্রীত হয়ে বর্গীদের বিরুদ্ধে অস্ত্রধারণের কাহিনী ‘সিংহশাবক’।
Reviews
There are no reviews yet.